Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,শাহরাস্তি,চাঁদপুর এ ভিজিডি  ২০১৯-২০২০ চক্রে ১০ টি ইউনিয়নে  মোট ১৬০১ জন কার্ড ধারী রয়েছেন যারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল/গম পায়। এনজি ও কর্তৃক প্রশিক্ষন সেবা প্রদান করা হয়। দরিদ্রমা‘র জন্য মাতৃত্বকলভোগী কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ১৪৯০ জন উপকারেভোগী রয়েছেন। যারা প্রতি মাসে ৮০০/-  টাকা করে ভাতা পায়। শাহরাস্তি পৌরসভার আওতায় ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির মাধ্যমে মোট ৪৫০ জন ভাতাভোগী প্রতি মাসে  ৮০০ /- করে ভাতা পায় । উভয় ভাতাভোগী ০৩ বছর ভাতা পাবেন।  মহিলা প্রশিক্ষন কেন্দ্রের মাধমে প্রতি তিন মাস অন্তর অন্তর ৩০ জন করে মহিলাকে সেলাই প্রশিক্ষন দেয়া হয়। এছাড়া আ জি এ প্রকল্পের মাধ্যমে বিউটিফিকেশন ও ক্রিষ্টাল সু-পিছ এর দুটি ট্রেডে প্রতি তিন মাস অন্তর অন্তর ৫০ জন মহিলাকে প্রশিক্ষন প্রদান করা হয়।